সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর তাজহাট থানার ১৫ ও ৩১নং ওয়ার্ড শাখা কর্তৃক অসহায় কর্মক্ষম শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় মাহবুবুর রহমান বেলাল বলেন, এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার প্রয়োজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না সরকার তার নিজ দায়িত্বেই সকল মানুষের বাড়ি-বাড়ি তার প্রাপ্য সহায়তা পৌঁছে দিবে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিদেরকে অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন, রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এ্যাড. কাওসার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।
তাজহাট মেট্রোপলিটন থানার সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র থানার আমির মাওলানা রবিউল ইসলাম।