রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়া ফেরিটিকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে উদ্ধার করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রানীক্ষেত নামের ফেরিটির তলা ফেলে পানি উঠলে দুর্ঘটনার শিকার হয়।
মুন্সিগঞ্জের মাওয়া জোনের বিআইডব্লিউটিসি এজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, শিমুলিয়া থেকে ২০টি যানবাহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রানীক্ষেত নামের ডাম্প ফেরিটি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ডুবোচর ও নদীতে চলমান ড্রেজিং-এর পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়। এর পর পরেই ফেরিতে পানি উঠতে থাকে। শুরু হয় যাত্রীদের চিৎকার চেচামেচি।
খবর পেয়ে ঘনটান্থলে ছুটে আসে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ। তাৎক্ষনিক ৬টি পাম্প দিয়ে সাড়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে পানি অপসারণ শেষে কাঠালবাড়ি ঘাটে ফেরিকে নিয়ে আসা হয়। এরআগে বেশ কয়েকটি ট্রলার যোগে যাত্রীদের ফেরি থেকে নিরাপদ স্থানে নিয়ে যায় ফায়ার সার্ভিস। এদিকে নদীতে নাব্যতা সংকট সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com