রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ। শনিবার ৪ঠা জুন সকালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
এতে নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেয়েছি। আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় এ দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ সময়ে এসেও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। পঁচাত্তরে যারা হত্যাকারী ছিল আজকে আবার তাদেরই কণ্ঠে উচ্চারিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘিরে হুমকি। আমি এই ঘটনার ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এছাড়া সমাবেশে বক্তারা বলেন- দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বিএনপির অঙ্গসংঠনের নেতা-কর্মীরা এমন স্লোগান দেন। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া ও শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা যুবলীগের সভাপতি এ্যাড রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডঃ জামিল আহমেদ,জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন খান মানিক, ওয়াহিদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লিপ্পন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইয়েদুজ্জামান লালু, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমূখ।
একইভাবে নীলফামারীর অন্যান্য উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার স্লোগানটি। এরপরই এই স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা ও প্রতিবাদ।