শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
রানা আহম্মেদ- বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোড়লগন্ঙের নরুল্লাপুর গ্রামে সুপ্রিয় পানির অভাবে দিন কাটছে প্রায় হাজার হাজার মানুষ তার মধ্যে করুন ভাবে দিন কাটছে ৫নং নরুল্লাপুর ওয়াড এর মানুষের!
এলাকাবাসী জানায় তাদের গ্রামে বছরকে বছর ধরে পানির সমস্যায় ভুগছেন!
এজন্য কোন পদক্ষেপ নেয়নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহ মেম্বাররা তারা আরো জানায়- আমাদের গ্রামের পানি লবনাক্ত তাই আমরা রান্না বা ফুটিয়ে খেতে পারি নাহ এবং আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় আর সেই পানি সংরক্ষণ করে খেতে হয় আমাব অনেকে দূর থেকে পানি কিনে এনে খায়।
এই পানির সমস্যা জন্য গ্রামের লোকজন সবসময় চিন্তিত থাকেন তার কারন ছোট এবং বৃদ্ধ লোকেরা ডাইরিয়া আমাশয় এমন সব পানিবাহিত রোগে প্রায় ভোগেন
তাই তাদের দাবি তাদের জন্য এমন পদক্ষেপ নেয়া হোক যার ফলে তারা সুপ্রিয় পানির সমস্যা থেকে রক্ষা পেতে পারে
তারা আরও জানান তাদের চেয়ারম্যান (মোঃ শামসুল রহমান) ও মেম্বার (আফসারুল মল্লিক) এর নিকট এই সমস্যা গুলো প্রায় তুলে ধরেন কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com