বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মদনপুরা ইউনিয়ন একাদশ বনাম দাশপাড়া ইউনিয়ন একাদশ। ১৫টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৬টি দল এই টূর্নামেন্টে অংশগ্রহন করবে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস্ চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সুধীজনসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও ক্রীড়ামোদী উৎসুক জনতা।