মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
শীতের আগমনী বার্তায় সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রতিটি এলাকায় পড়েছে লেপ তোষক তৈরির হিড়িক। ফেরি করে বাড়ী বাড়ী ঘুরে তা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।
উপজেলার পৌর শহরসহ প্রত্যেকটি হাট বাজারের দোকানেও শীত নিবারনের আগাম প্রস্তুুতি হিসেবে লেপ তোষক তৈরি করতে ক্রেতারা ভিড় করছে দোকানে।
আাবার অনেকে ব্যস্ত নিজের পুরনো লেপ তোষক মেরামতে। প্রচলিত রীতি অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীতকাল। তবে বাংলাদেশে কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকেই শীতের আগমনী বার্তা শুরু হয়। তাই শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী লেপ তোষক তৈরি করে দোকানে মজুদ করে রাখছেন।
অন্যদিকে অনেক পরিবারের সদস্যরা তাদের উঠিয়ে রাখা লেপ তোষক বের করে রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করছেন। পৌর শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে লেপ তোষক তৈরিতে দোকানে সব সময় ক্রেতাদের ভিড় লেগে আছে।
কারিগরদের দম ছাড়ার সময় নেই। সরেজমিন পৌর শহরের একটি দোকানের মালিক জানান, তুলার মান ও পরিমাণের উপর নির্ভর করে লেপ তোষক তৈরির খরচ। এ বছর তুলা ও কাপড়ের মূল্য অনেকটা বেশী হওয়ায় স্বাভাবিকভাবে এর খরচ অন্য বছরের তুলনায় বেশী।
ক্রেতা মো. আবুল কাশেম জানান- একটা তোষক ৫ হাজার টাকা দাম চায় কারিগর। দাম বেশী হওয়ায় এ বছর পুরনো তোষক মেরামত করতে হচ্ছে। সকল জিনিসের পাশাপাশি তুলা ও কাপড়ের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে করে গরীব জনগোষ্ঠীসহ মধ্যবিত্ত পরিবারের মানুষ লেপ তোষক বানাতে পারবে কি না।