শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকলো ট্রাক। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার ৫ই মার্চ সকাল সাড়ে ১১টার সময় উপজেলা ভালুকগাছি ইউনিয়নের নওপাড়া এলাকার পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের পাশ্ববর্তী এক বাড়িকে এ ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের চাপায় একটি গরু গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যক্ষর্দী সূত্রে জানাগেছে- চারঘাট মুক্তারপুর হতে বালু বাঝাই একটি ড্রাম ট্রাক তাহেরপুর যাওয়ার পথে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের নওপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ^বর্তী সায়েব আলীর বাড়ির গোয়ল ঘর ও রান্না ঘরে ঢুকে পড়ে।
এসময় সায়েব আলী গোয়ালে থাকা একটি গরু ট্রাকে চাপায় গুরুতর আহত হয়। এছাড়াও রান্না ঘরে রান্নাবান্নার কাজে থাকা সায়েব আলীর ছেলের বৌ অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান- দুর্ঘটনা কবলিত স্থানে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।