");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-9isx4q .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-9isx4q .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-9isx4q .gt_switcher .gt_current{display:none}.gt_container-9isx4q .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-9isx4q .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-9isx4q .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-9isx4q .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-9isx4q .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-9isx4q .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ এলাকার প্রবাসীদের অর্থায়নে আয়োজিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৩য় আসরের জমজমাট ফাইনাল আগামী ২০ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে।
শিমুলতলা-টুকেরকান্দি ফুটবল গ্রাউন্ডে সোমবার বিকেল ৩টার দিকে ফাইনাল খেলায় ‘বিশ্বনাথ পৌরসভা ১নং ওয়ার্ড বনাম সাথী স্পোটিং ক্লাব কাশিমপুর’ একে অপরের সাথে মোকাবেলা করবে।
উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত ৩য় আসনের ফাইনালে দুই দলেই স্থানীয় ফুটবলার সহ মিশর, নাইজেরিয়া, সেনেগাল ও আফ্রিকান ফুটবলাররা ক্রীড়া নৈপূণ্য দেখাবেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠন সভাপতি লোকমান মিয়া।
এতে করে জমজমাট একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এছাড়াও ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
টুর্ণামেন্টের পৃষ্টপোষকতার সমন্বয়কারী ক্রীড়াপ্রেমী ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৩য় আসরের সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১১ই মার্চ টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে এফসি বার্সা আশুগঞ্জ বাজারকে হারিয়ে বিশ্বনাথ পৌরসভা ১নং ওয়ার্ড এবং ১২ই মার্চ দ্বিতীয় সেমিফাইনালে উদীয়মান স্পোটিং ক্লাব মিরেরচরকে হারিয়ে সাথী স্পোটিং ক্লাব কাশিমপুর ফাইনাল খেলা নিশ্চিত করে।
এরপূর্বে গত ২র্ মার্চ জমজমাট ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮টি দল নিয়ে পর্দা উঠে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’র ৩য় আসরের।