শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর ইবি থানা হরিনারায়ণপুর লক্ষন জুট মিল এলাকায় স্থানীয় কিছু মাদকসেবিদের মদদে ফরিদপুর থেকে আগত নূর ইসলাম নামে এক পাট যাচাইকারি শ্রমিক চালিয়ে যাচ্ছে রমরমা গাঁজার ব্যবসা ও আসর। খুচরা-পাইকারি দুই রকম ব্যবসাই রয়েছে তার।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- দীর্ঘ কয়েক বছর যাবত রমরমা গাঁজার নেশায় স্থানীয় যুব সমাজ ও জুট মুল শ্রমিকদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে নূর ইসলাম নামে এই যুবক। প্রতিদিন চাহিদা বিবেচনায় মাদকসেবিদের জন্য আনাচে কানাচে নূর ইসলামের চলে রাত ৮ টার পর থেকে রাত ১০-১১টা পর্যন্ত জমজমাট গাঁজার ব্যবসা এবং দূর দূরান্ত থেকে ক্রেতারা তার কাছে গাঁজা ক্রয় করতে আসে, এবং তার অনেক ক্রেতা জুট মিল কোয়াটার শ্রমিকরা।
আরও জানা যায়- রাত ১০টার পর থেকে বিস্কুট বেকারি সংলগ্ন পূর্ব আব্দালপুর নদীর ধার ও শ্মশান ঘাট এলাকায় চলে গাঁজার আসর। শুধু তাই নয় ঐ এলাকাটাই গাঁজার ছোবলে ছোট ছোট ছেলেরাও ধ্বংসের পথে চলে যাচ্ছে।
জানা যায়- নূর ইসলাম পাটের যাচাইয়ের কাজের আড়ালে গাঁজার ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কয়েকবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার পরও অতি দ্রুত হাজত থেকে বেরিয়ে এসে স্থান পরিবর্তন করে সেই আগের মতো জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, আমরা সবই দেখছি কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না, অনেক সময় প্রকাশ্যেই দাঁড়িয়ে গাঁজা বিক্রি করছে এই নূর ইসলাম।
যে সকল মাদকসেবিদের বিনামূল্যে গাঁজা কোন কোন সময় মাসিক মাসোয়ারা দিয়ে এই কাজগুলো করছে তাদের রয়েছে বিশাল সিন্ডিকেট কিছু বললেই তারা একজোট হয়ে হেনস্তা ও ক্ষতি করার চেষ্টা করে। রহস্যজনক কারণে ঐ এলাকার পাশেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। হাতের কাছে নিরাপদ মাদক সেবনের ব্যবস্থা পেয়ে উঠতি স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণ ও জুট মিল শ্রমিকরা চলে যায় নূর ইসলাম ও মদদপুষ্টদের আসর বিস্কুট বেকারি সংলগ্ন পূর্ব আব্দালপুর নদীর ধার ও শ্মশান ঘাট এলাকায়।
এভাবেই নষ্ট হচ্ছে এলাকার তরুণ সমাজ। যুবসমাজ রক্ষায় অবৈধ এই ব্যবসা ও আসর বন্ধ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ।
এলাকাবাসী ও সাধারন জনগনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী এই গাঁজা ব্যবসায়ী নূর ইসলাম ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ তাকে এলাকা থেকে বিতাড়িত করা হোক।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com