বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় র্যাব-৫‘র একটি চৌকস অভিযানিক দল অদ্য ৬ই আগস্ট ২০২৩ইং তারিখ দিবাগত-রাত ১টা ১৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর মন্ডলপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ৩৯০ বোতল ফেন্সিডিল, (খ) ২টি মোবাইল ফোন, (গ) ৩টি সীম কার্ড, উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আউয়াল শেখ, পিতা- মৃতঃ মহসীন মন্ডল, স্থায়ী সাং- চরখিদিরপুর, থানা- মতিহার, রাজশাহী মহানগর, বর্তমান সাং- সাহাপুর পশ্চিমপাড়া, থানা- কাটাখালী, রাজশাহী মহানগর, ২। মোঃ মারুফ হোসেন, পিতা- মোঃ মাসুদ রানা, সাং- সাহাপুর পশ্চিমপাড়া, থানা- কাটাখালী, রাজশাহী মহানগর।
ঘটনার বিবরণে প্রকাশ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভারতীয় সীমান্তবর্তী চর এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে নৌকা যোগে পদ্মানদী পেরিয়ে ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের দিকে আসছে।
বিষয়টি জানা মাত্রই ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম(৫৫), পিতা- মৃত সমশের আলী এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে পৌঁছে সঙ্গীয় ফোর্সসহ ভুট্টা ক্ষেত ও আম বাগানে ওঁৎপেতে অবস্থান করে।
উক্ত তারিখ গভীর রাতে ২ জন ব্যক্তি ঘাড়ে প্লাষ্টিকের বস্তা বহন করে ঘটনাস্থলের সন্নিকটে আসলেই টর্চ লাইট জ্বালিয়ে সার্চ করা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ২ জন ব্যক্তি ঘাড়ে বস্তাসহ কৌঁশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাদেরকে ঘটনাস্থল ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামস্থ ক্যাডেট কলেজ হইতে ইউসূফপুর বাজারগামী পাঁকা রাস্তার আনুমানিক ১৫ গজ পশ্চিমে জনৈক মোঃ রফিকুল ইসলাম(৫৫), পিতা- মৃতঃ সমশের আলী এর বসতবাড়ীর পূর্বে চলাচলের ছোট কাঁচা রাস্তার উপর আটক করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার তথা ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (৬ই আগষ্ট-২০২৩ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।