সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ই সেপ্টেম্বর সকালে উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভ‚ত হয়েছিলেন। এরপর তিনি কংস নামের দানবকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে ছিলেন। তিনি আরো বলেন, বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকল ধর্ম-বর্নের মানুষের উন্নয়ন হয়েছে। শান্তিপূর্ণভাবে সকল শ্রেণী-পেশার নিজেদের ধর্ম পালন করছেন। এজন্যই জন্মাষ্ঠমী মহোৎসবে মানুষের মিলনমেলায় পরিণত হয়।
উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিত ধর রন, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য জ্যোতির্ময় দে মতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, মদনপুর ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ রসময় নরোত্তম দাস ব্রক্ষচারী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দে, হাবড়া বাজার হরে কৃষ্ণ সংঘের পক্ষে বিভাংশু গুন বিভু, দশঘর ইউনিয়ন জন্মাষ্টমী জন্মাষ্ঠমী পরিষদের পক্ষে নন্দ লাল বৈদ্য, জানাইয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে বেনু লাল দেব, খাজাঞ্চী ইউনিয়নের পক্ষে সমীর দে ঝুলন, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া বাবুনগরের পক্ষে শংকর চন্দ্র দাস, কালীগঞ্জ কালীবাড়ি মন্দিরের পক্ষে অসক বৈদ্য, কালীবাড়ি ও কালীজুড়ি দূর্গাপূজা কমিটির পক্ষে শিপন আচার্য্য, গৌর সংঘ সমসপুরের পক্ষে নিশি কান্ত পাল, ধীতপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষে শিবু দাশ, হরে কৃষ্ণ নাম হট্ট সংগঠনের (ইসকন) পক্ষে অজিত দেব, কৃপাখালী গ্রামের পক্ষে সুভাষ সরকার, বৈরাগী বাজারের বৃন্দাবন জিউর আখড়ার পক্ষে সুব্রত মালাকার সবুজ।
আলোচনা সভার শুরুতে গীতাপাঠ করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু ও স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ প্রবীর দে।
শোভাযাত্রা শেষে শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। জন্মাষ্ঠমী মহোৎসবে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।