রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মোঃ শাখাওয়াত মিস্ত্রির গরুর খামারের আবর্জনা ময়লার দুর্গন্ধ ও খড় কাটা মেশিন এর শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিপক্ষ মোঃ অলি উল্লাহ্ গত রবিবার সন্ধ্যা ৬টায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের মারপিটে আহত হন। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামে বসতি এলাকায় খামার করে গরু পালন করছে শহীদ মিস্ত্রি। সেই খামারের ময়লা, আবর্জনা জমা করেন বাড়ির পার্শ্বেই দূর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি খড় কাটা মেশিন এর শব্দে ঘুমাতে পারছে না এলাকাবাসী। দুর্গন্ধ ও শব্দ দূষণ নিরসনের জন্য পৌরসভায় একটি অভিযোগ দেন অলি উল্লাহ।
উল্লেখ্য যে, গত রবিবার পৌরসভায় অভিযোগ করলে তা তদন্ত করার নির্দেশ দেন পৌর মেয়র।
সেই প্রেক্ষিতে ফুলবাড়ী পৌরসভার স্বাস্থ্য ইন্সপেক্টর মোঃ মুরাদ জানান, তদন্ত করে দেখেন সেখানে এ ধরনের গরুর ছানি কাটা মেশিন বসিয়ে শব্দ দূষণ করছেন এবং পরিবেশ নষ্ট করছেন। পৌরসভা থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে জানান। সেই ঘটনা তদন্ত করতে গেলে শহীদ মিস্ত্রি ক্ষিপ্ত হয়ে মোঃ অলি উল্লাহ্ ও তার স্ত্রীকে মারধর করেন। বর্তমানে তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী মোঃ অলি উল্লাহ।