শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু আলোচনা হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন বড়পুকুরিয়া কয়লা খনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনি প্রশাসনিক দপ্তরে কয়লা খনি ক্ষতিগ্রস্থদের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা কয়লাখনি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলে সংগঠনের সভাপতি মোঃ গোলাম মোস্তফা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।
আলোচনা সভায় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি গোলাম মোস্তফা সহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটি এবং বড়পুকুরিয়া কয়লাখনির পক্ষে প্রতিনিধি ছিলেন, পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা বেগম, সেনাবাহিনীর লে. কর্ণেল মোঃ তামিম, বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইনিং অপারেশ) খান মোঃ জাফর সাদিক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মাদ সানাউল্লাহ, মহাব্যবস্থাপক (পিজেডই) এটিএম নূর-উজ জামান চৌধুরী, মহাব্যবস্থাপক (মার্কেটিং) প্রকৌশলী মোঃ নজমুল হক, মোঃ আনিসুজ্জামান (তড়িৎ), পাবর্তীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, পুলিশ ফাড়ি ইনচার্জ মতিয়ার রহমান।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতি বলেন, ক্ষণি কর্তৃপক্ষ আমাদের কাছে দুই মাসের সময় নিয়েছেন, এর মধ্যে তারা সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এতে উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া কয়লা খনি ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আল বেরুনী, সহ. সভাপতি রবিউল ইসলাম, আব্দুর রহমান বাচ্চু, গোলাম রব্বানী, মনিরুজজ্জামান, সাইফুল ইসলাম, আলী হোসেন, রবিউল ইসলাম মন্ডল, সাতার ইকবাল নয়ন, আবেদ আলী, সাইফুল ইসলাম সরকার, মোঃ রোকনুজ্জামান, মোঃ আতাউর রহমান, মোঃ এনামুল হক, মোঃ সাবের আলী, মোঃ মকছেদ আলী, রেজাউল ইসলাম সহ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দ।