রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপি’র আদর্শপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। মঙ্গলবার বিকালে মাগুড়া আদর্শপাড়ায় সরজমিন গিয়ে প্রত্যেক পরিবারকে ২টি করে শাড়ি, ২টি লুঙ্গি ও নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন, জাতীয় যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, সাবেক এমপির আস্থাভাজন তানভীর হোসেন, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব মিঞা, ইউপি সদস্য আহাদ আলী ও সাবেক ইউপি সদস্য সুজন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১টার সময় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি পরিবারের প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাবেক এমপি’র এই সহযোগীতা পেয়ে বলেন, জনসেবা করতে চাইলে শুধু ক্ষমতায় থাকলেই হয় না। সহযোগীতা করতে সেবামুলক মন থাকতে হয়। এসময় তারা সাবেক এই এমপি’র জন্য শ্রষ্ঠার কাছে মঙ্গল কামনা করেন।