মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
এমএসএ একাউন্টেন্সি এর পরিচালক ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের একাউন্টেন্সি মোহাম্মদ সারাওয়ার আলমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার অফিসে একান্ত সাক্ষাৎ করছেন আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ও ইসলামী ব্যক্তিত্ব ইমাম মাওলানা নুরুর রহমান।
এ সময় দুজনের সাক্ষাতে মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন পৃথিবীর মূল ধর্মগুলোর মধ্যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, যেখানে মানুষের জন্য খরচ করা বাধ্যতামূলক। ইসলামে শুধু মানুষের জন্য খরচ করার নির্দেশই দেওয়া হয়নি, একই সাথে কার জন্য কিভাবে খরচ করতে হবে, সেটাও সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে।
ইসলামই একমাত্র ধর্ম, যেখানে বিশ্বাসের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি হলো বাধ্যতামূলক দান। যারা মনে করেন: মানব ধর্মই আসল ধর্ম, মানুষের উপকার করতে পারাটাই আসল কথা, নামাজ, রোজা করে কী হবে? তারা হয়তো জানেন না যে, মানব ধর্মের যে সব ব্যাপার তাদের কাছে এত ভালো লাগে, সেগুলো ইসলামের অংশ মাত্র।
একজন প্রকৃত মুসলিম শুধুই একজন নিয়মিত নামাজী, রোজাদার নন, একই সাথে তিনি একজন দানশীল, চরিত্রবান, আইনের প্রতি অনুগত, আদর্শ, বিবেকবান নাগরিক। আল্লাহর হক ও বান্দার হক নিয়ে যখন চিন্তা করি তখন মনে করি মানুষের সেবা করাটা বান্দার হক এই চিন্তা করে আমি মানুষের সেবায় বাকি দিন গুল কাটাতে চাই।
এসময় ইংল্যান্ডের দক্ষ একাউন্টেন্সী সারোয়ার আলমের অভিজ্ঞতার প্রশংসা করে ইমাম নুরুর রহমান বলেছেন; আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে বিগত বৎসর গুলোর হিসাব নিকাশ উপস্থাপন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। পাশাপাশি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে মোবারক বাদ জানিয়েছেন।
বৃটেন ও সারা বিশ্ব প্রবাসী অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাস্টের কার্যক্রমকে যারা সব সময় উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উত্তম জজবা দান করুক।