মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ও/এ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ (পুরাতন মাঠ) সংস্কার এবং মাঠে বসা বাজার বন্ধে দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় ৩ দফা দাবি নিয়ে মাঠের পার্শ্ববর্তী নতুন চৌপথি টু তারাগঞ্জ বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, সচেতন মহল ও স্থানীয়রা অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং ন্যায্যতার স্লোগান প্রতিবাদী আন্দোলন লক্ষ্য করা যায়।
তারা দাবি করে বলেন, মাঠে বাজার বন্ধ করে নির্ধারিত স্থানে বাজার স্থানান্তরিত করা, মাঠ সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, বর্ষাকালিন জলাবদ্ধতা রোধে পানি নিস্কাশন ব্যবস্থা করা।
এসময় সংগঠক ও সাবেক খেলোয়াড় আরিফুল ইসলাম মুন্না জানান, তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি (পুরাতন) দীর্ঘদিন ধরে অবহেলিত। বাজার বসার কারণে মাঠের অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। মাঠটি প্রায় পরিত্যক্ত হওয়ায শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশ আজ বাধাগ্রস্ত। এছাড়াও বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
মানববন্ধনে তাজমুল ইসলাম বলেন, এই মাঠে আমাদের অনেক স্মৃতি জড়িত, যা এখন বাজারের দখলে। আমরা মাঠ ফিরে চাই এবং খেলার উপযোগী করে চাই। এই দাবি পূরণ না করা হলে আরও বড় আন্দোলন সংগঠিত হবে।
স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আন্দোলনকারীদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং যথাযথ পদক্ষেপ নেব।