মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে। গত সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলার রাণীগঞ্জ বাজারে অবস্থিত ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাব মোঃ দলিল উদ্দিন মন্ডল।
উদ্ধোধন শেষে ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গাফ্ফার প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাব মোঃ দলিল উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, রাণীগঞ্জ সরকারী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মোঃ মাসুদ রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্যিক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান, ঘোড়াঘাট প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নুরুন্নবী মন্ডল, রাণীগঞ্জ সেন্ট্রাল প্রি-ক্যাডেট পরিচালক রবিউল ইসলাম (নয়ন), সাংবাদিক মোখলেছুর রহমান সওদাগর ও আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সহ. সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিনিয়র সহ. সভাপতি তোজাম্মেল হক সহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাংবাদিক আহসান হাবিব। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর কল্যাণ প্রার্থনা করে সভাপতি সভার সমাপ্ত ঘোষণা করেন।