বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জলঢাকা উপজেলা বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আয়োজনে (৭ ডিসেম্বর) দুপুরে চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আহবায়ক আলমগীর হোসেনে’র সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু কমল কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক ঐক্য কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শিক্ষানুরাগী আকবার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল, বিজনেজ ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজার রহমান, মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক সাবেক ভিপি প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সহ. সভাপতি বাবু রঞ্জিত কুমার রায়, আলহাজ মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, মীরগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক বিভূতি ভূষন রায়, পৌর বিএনপি নেতা শেখ শাদি লাভলু, সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক (ছোট বাবু) প্রমুখ। আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।