বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (২২ অক্টোবর) গতকাল রাতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
সভায় তিনি বলেন,ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট আধুনিক হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, এ জেলায় অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে ঘোষনা করা হবে। এছাড়া শিক্ষার গুণগত মান, কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণ, অবৈধভাবে জমি দখল, দূষণ প্রতিরোধকল্পে আইনী ব্যবস্থা গ্রহণ, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোর অনিয়ম দূরীকরণ এবং মাদক, ক্যাসিনো সহ জেলার সার্বিক সমস্যা সমাধানের জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও গত আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ্যদের সুস্থ্যতা কামনা করছি।
সভায় উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার আর্নিকা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মো. বিপ্লব, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক আনিসুর রহমান বাকি, একে আজাদ, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, রফিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।