রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
নেশাখোর স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই সন্তানের জননী নিপা খাতুন(২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবার গ্রামে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল ৭টার সময় স্বামী রবিউল ইসলাম এর বাড়িতে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
মৃতঃ নিপা খাতুন বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবার গ্রামের রবিউল ইসলাম এর স্ত্রী। রবিউল পেশায় রাজমিস্ত্রী।
মৃত নিপার শাশুড়ি আমেনা খাতুন বলেন- রাতে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। সকালে রান্না করতে তরকারি রান্নার তেল না থাকায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমানে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুলে থাকে। আমরা বৌমাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন। গৃহবধূ নিপা খাতুনের দুই সন্তান রয়েছে।
এদিকে প্রতিবেশী মকবুল জানান- মৃতঃ নিপা খাতুনের স্বামী রাজমিস্ত্রী কাজ করে। অনেক আগে থেকেই মাদকের নেশায় থাকে স্বামী রবিউল ইসলাম। প্রতিদিন যা আয় করে, নেশা করতে খরচ করে ফেলে। সংসারের বাজার সদায় ঠিক মতো করেনা। এ নিয়ে প্রায়ই দু’জনের মাঝে ঝগড়া বেধে থাকে। গত রাতেও ঝগড়ার পর আজ শুক্রবার সকালে গলায় ফাঁস নেয়। হাসপাতালে এসে দেখছি নিপা মারা গেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান- গলায় ফাঁস দিয়ে গৃহবধূর নিপা খাতুন এর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।