শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
পদ্মাসেতুতে নয়, এবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা নদীতে বসানো বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। তবে, এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরিয়তপুরের জাজিরার উপজেলার মাঝিকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফরিদপুর নামের একটি ফেরি।
মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে আসলে পদ্মা সেতুর পূর্বপাশে নদীর মাঝে বসানো পুটয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সাথে ধাক্কা লাগে ফেরিটির। এতে ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায়। প্রচন্ড শব্দে ফেরিতে থাকা অন্য যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাস্টার নিরাপদ স্থানে ফেরিটি সরিয়ে নেয়। সকালে ফেরিটি নিজ গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়। এতে কেউ হাতাহত হয়নি।
বিআইডব্লিউটিসি’র মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন আহম্মেদ জানান- ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষনের মধ্যে ঝড়ের কবলে পড়ে। ফেরিতে থাকা ফকলাইটেও আলো স্বল্পতা দেখা দেয়। ঝড়ো বাতারের কারনে ফেরির মাস্টার নিয়ন্ত্রন না রাখতে পারলে এই দুর্ঘটনা ঘটে। পরে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছে যায় ফেরিটি। এতে কোন হতাহাতের ঘটনা ঘটেনি।