বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অত্যন্ত পল্লী পূর্ব দূর্গাপুর ঝুলুর ডাঙ্গা থেকে চার বিঘা জমির প্রায় ৪’শ মন ধান ও ১০ মন পটল ভাড়াটিয়া বাহিনী দিয়ে লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা।
জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মহসিন আলী, মোছা. নাছরিন বেগম, মোছা. মশকুরা বেগম, মো. মহাবুবার রহমান, মো. ফায়েজ আলী, মো. আবু মিয়া ও মোছা. আঞ্জুয়ারা বেগমের সহায়তায় ভাড়াটিয়া প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক লাঠি ও ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ৬৪৭২ ও ৬৪৫২ দাগের জমিতে উপস্থিত হয়।
এ সময় প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের আনুমানিক ৪’শ মন ধান ও ১০ মন পটল ট্রাক্টর যোগে নিয়ে যায় ভাড়াটিয়ারা। এতে জমির মালিক খাদেমুল ইসলাম তার স্ত্রী ও অন্যান্য স্বজনরা বাধা দিলে সংঘবদ্ধ ভারাটিয়ারা তাদেরকে পিটিয়ে ধরাশায়ী করে ফেলে।
সে সময় জমির মালিক মোঃ খাদেমুল ইসলাম(২৭) স্ত্রী মোছাঃ সেলিনা বেগম(২৫) ও ভাই খায়রুল ইসলামকে(৩০) মারাতœক আহত অবস্থায় হয় উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নেয়া হয়। ঘটনার সময় ৯৯৯ এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছলে সংঘবদ্ধ ভাড়াটিয়ারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় জমির মালিক খাদেমুল ইসলাম বাদী হয়ে মডেল থানায় জবর দখলসহ ধান কাটা ও লুটপাটের একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এর সাথে কথা হলে জানান অভিযোগ নেয়া হয়েছে, অতিদ্রুত আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com