");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-lxt5gx .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-lxt5gx .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-lxt5gx .gt_switcher .gt_current{display:none}.gt_container-lxt5gx .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-lxt5gx .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-lxt5gx .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-lxt5gx .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-lxt5gx .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-lxt5gx .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
অজ্ঞাত মাইক্রোবাস ধাক্কায় মোঃ সিফাত(১৪) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মার্চ) দুপুর ১২:৩০ মিনিটের সময়। রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া বাজার। পবা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গুরুতর আহত সিফাত বিড়ালদহ এলাকার রাকিবের ছেল। ভাড়রা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, শনিবার দুপুরে কোচিং ক্লাস শেষ করে সিফাত বাড়ি ফিরছিল। এ সময় নাটোরগামী একটি অজ্ঞাত মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভিকটিম গুরুতর আহত হলে স্থানীয় জনসাধারণ আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর শুনে পবা হাওয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ আনেন বলে ওসি মোজাম্মেল হক দাবি করেন।