সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) বিষয়ে কৃষকদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু জাফর মোহাম্মদ সাদেক অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), খামারবাড়ী, দিনাজপুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার দিনাজপুর অঞ্চল এর সঞ্জয় দেবনাথ, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার বিরামপুর এর মোঃ জাহেদুল ইসলাম ইলিয়াস, ফুলবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার আলম, উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা খাতুন।
পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষক, এনজিও কর্মী, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীগন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ মোঃ আতিকুল ইসলাম।