মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী থানার সভাকক্ষে ফুলবাড়ী থানার সকল সাংবাদিকদের সাথে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম খন্দকার মহিববুল এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) ২০২৪ইং সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ সাদিক এর সভাপত্বিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মতবিনিময় সভার সভাপতি থানার ওসি তদন্ত মোঃ সাদিক। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম খন্দকার মহিববুল। তিনি তার বক্তব্যে বলেন, সবেমাত্র যোগদান করেছি। তাই আপনাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারিনি। দেশের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও মাদক মুক্ত ফুলবাড়ী গড়তে আপনারদের সহযোগীতা কামনা করছি। গত (৫ জুলাই) এর পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। এখন আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের সর্বচ্চো সেবা দিয়ে যাচ্ছি। ভুলভ্রান্তি হতে পারে এজন্য আপনারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা করবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকব।
এসময় ফুলবাড়ী উপজেলার প্রায় ৫০ জন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।