মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল থেকে শুরু হচ্ছে নতুনধারার দেশব্যাপী পথসভা। ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ইং সালের ৩০শে ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের ধারাবাহিকতায় প্রতি বছরের মত এ বছরও প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে ২২শে ডিসেম্বর সকাল ১০টায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে কর্মসূচি শুরু হবে।
বরিশাল মহানগর এনডিবির সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেবেন মোমিন মেহেদী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, মহানগর এনডিবির সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন আল আমিন খান, রিয়ার চৌধুরী প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২২ইং সালের ২৬শে অক্টোবর ২৪ জেলা, ১০৪ উপজেলা শাখাসহ সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।