");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--j2bjfj .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--j2bjfj .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--j2bjfj .gt_switcher .gt_current{display:none}.gt_container--j2bjfj .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--j2bjfj .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--j2bjfj .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--j2bjfj .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--j2bjfj .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--j2bjfj .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে অবরোধ ও হরতালের সমর্থনে জামাত-বিএনপি তিনটি পৃথক মিছিল করেছে। জামায়াতে ইসলামি বুধবার সকালে পৌরসভার কালিগঞ্জ বাজারে ও মঙ্গলবার রাত ১০টায় বিএনপি দুই দফা জটিকা মশাল মিছিল করেছে।
এই মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় লোক জনের অভিযোগ বিগত কয়েক দফা অবরোধ ও হরতালের সময় জামাত বিএনপি এভাবে কোন মিছিল না করলেও হঠাৎ কিছূ লোক মিছিল করায় সহস্যের সৃষ্টি হয়।
একটি সূত্র বলছে, পুলিশের সাথে আতাত করে জামাত বিএনপি এ মিছিল করেছে। পুলিশে অনুমতি নিয়ে মিছিল করার ঘঁটনাটি ছড়িয়ে পড়ায় সরকারদলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৭) দায়ের করেছে এবং ইতি মধ্যে সিলেট গোয়েন্দা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আব্দুল হান্নান বাবুল, শাহজাহান মিয়া, রমজান আলী, সেবুল মিয়া, রুবেল আহমদ, আখতার আহমদ, ও হাফিজুর রহমান।
এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।