মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে শিমুলতলা গ্রামের ফুটবল মাঠে শিগগিরই প্রবাসীদের অর্থায়নে ৩য় ফুটবল আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার টুর্নামেন্টে সিলেট বিভাগের ৮টি দল অংশ নিতে পারবে বলে আয়োজন কমিটি সূত্রে জানা গেছে।
ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রবিবার ১৯শে ফেব্রুয়ারি উপজেলা খোলোয়াড় কল্যাণ সমিতি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। পৌর শহরের পুরানবাজারস্থ এম এম মজনু ফোরামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকসহ সর্বস্থরের সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি।
বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সমিতির সিনিয়র সহঃ সভাপতি বাবরুছ আহমদ, হাফিজ খান, আলমগীর হোসেন, সহঃ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ খলিল, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, ফুটবলার জসিম উদ্দিন।