মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
আবুুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে নানান রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত সাংবাদিক শফিকুল ইসলাম শফিককে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম, বেলাল আহমদ ও শিপন আহমদ।
রবিবার ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রবাসীদের ফেরিত অর্থ পৌর শহরের পুরাণগাঁও গ্রামস্থ শফিকের নিজ বাড়িতে গিয়ে তার (শফিক) হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রবাসীদের ফেরিত অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য জাবেদ মিয়া, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ উপজলো খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।