রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পুলিশ সুপার, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, সনাতন চক্রবর্তী (ক্রাইম এন্ড অপস), এর সার্বিক তত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, মোঃ আসাদুজ্জামানের সঠিক দিক নির্দেশনায় এবং তানোর থানার সুযোগে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে পৌর সাদরের গোল্লাপাড়া বাজরে চেকপোস্টের মাধ্যমে সফলতার সহিত একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ- গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সোমবার ২৩শে মে, ২০২২ইং তানোর থানাধীন গোল্লাপাড়া বাজার সংলগ্ন ব্রীজের উপরে চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট পরিচালনা কালীন ভোর ৪টা ১৫ ঘটিকার সময় চৌবাড়িয়া হইতে তানোর হয়ে রাজশাহী গামী একটি সাদা কালার মাইক্রোবাস যাহার রেজিঃ নং-সিলেট চ-১১-০৩৫৯ মাইক্রোবাসটিকে তানোর থানা পুলিশের একটি চৌকস টিম আটক করেন।
পরে মাইক্রোবাসটি তল্লাশি করিয়া যথাক্রমে, (ক) ১০ (দশ) কেজি ৯৬০ (নয়শত ষাট) গ্রাম গাঁজা, যাহার অনুমানিক মূল্য ৬,৫৭৬০০/- টাকা, (খ) মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬-টি মোবাইল ফোন, (গ) মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮৩৩০/- (আট হাজার তিনশত ত্রিশ) টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়। এ সময় থানা পুলিশ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ মজিবুর রহমান (৩৮), পিতা- মোঃ আঃ লতিফ , গ্রাম- বাগচর, উথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ বাবু (২৪), পিতা- মৃত ইমরান আলী গ্রাম- কালীনগর (মিরের চর), থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ মনিরুল ইসলাম @ বেনজু (৩৫), পিতা- মোঃ নজরুল ইসলাম, গ্রাম- বাগচর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ৪। আহাম্মদ মিয়া (২৫), পিতা- মৃত মধু মিয়া, গ্রাম- চারিনাও (চারিনাও,উচালি চারিনাও ৬-নং রাজুরা ইউপি, ওয়ার্ড নং-০১), থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ, ৫। শ্রী উত্তম সরকার(২৫), পিতা- মৃত লনি সরকার, স্থায়ী গ্রাম- ব্রাহ্মনডোরা, উপজেলা/থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ৬। মোঃফরহাদ হোসেন(৩১), পিতা- মৃত মহির মন্ড, গ্রাম- বলদীপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী।
এ ঘটনায় গ্রেফতারকৃত ৬ জন মাদক কারবারি আসামীদের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং- ৩২ তারিখ- ২৩/০৫/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(খ)/৪১/২৬।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজ সংলগ্ন গোল্লাপাড়া বাজরে ভোর রাতে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাস’সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ০৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার ২৩শে মে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন- মাদকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় রাজশাহী জেলা জুড়েও পুলিশ সুপার মহোদয় স্যার’সহ অন্যান্য স্যারেরা মনিটরিং এর মাধ্যমে কঠোর আইনি ব্যাবস্থা গ্রহণ করে চলেছেন। তিনাদের সঠিক দিক নির্দেশনা মোতাবেক মাদক নির্মূলে তানোর থানার পক্ষ থেকে ইতিপূর্বেই জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে তা আরও বেগবান হচ্ছে।
এ ব্যাপারে তানার থানা পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবেনা, মাদকের সাথে আমাদের কোন প্রকার আপোষ নেই।