শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদক বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য বুধবার ২০শে জুলাই ২০২২ইং তারিখ বিকেল ৩টা ৩০ ঘটিকায় রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাজমুল এর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ইটের রাস্তার উপর অপারেশন পরিচালনা করে যথাক্রমে, (ক) ১৯৯ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, (খ) ১টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ সুজন আলী (২৩), পিতা- মৃত ছায়েদ আলী, সাং- ছত্রগাছা পশ্চিমপাড়া, থানা- বেলপুকুর, রাজশাহী মহানগরী।
ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাজমুল এর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ইটের রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডল ট্যাবলেট রাখিয়া এলাকার মাদকসেবীদের নিকট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া ২০/০৭/২০২২ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাজমুল এর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ইটের রাস্তার উপর পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই ধৃত করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ২৯(ক) ধারার মামলা রুজুর কার্যক্রম পক্রিয়াধীন।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ১৯৯ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার ২০শে জুলাই ২০২২ইং তারিখ দিবাগত-রাত ৯টা ৯ ঘটিকায় সিপিএসসি, র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।