বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেন- নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাওয়ার জন্যই জনসাধারণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন। তাই এলাকার সবাইকে সাথে নিয়েই এলাকার উন্নয়ন চলমান থাকবে। সরকারের বরাদ্ধের পাশাপাশি এলাকার উন্নয়নে সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে আরো এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার ১০ই ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের নিয়ামতপুর গ্রামবাসীর, সৎপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ও খাসজান সৎপুর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে একথাগুলা বলেন।
অনুষ্ঠানগুলোতে সভাপতিত্বে করেন আলহাজ্ব ছমির উদ্দিন আহমেদ, আব্দুল করিম ও হাফিজ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলার দেওকলস ইউনিয়র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস্ প্রেসিডেন্ট তাজ উদ্দিন আহমেদ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, প্রবাসী সামছু মিয়া লয়লুছ, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, মহানগর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন সাজুল। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।