বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দিতা করার জন্য বৃহস্পতিবার ৬ই অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৯৭ জন প্রার্থী নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখির করেন।
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিয়ে পৌরবাসী নগর পিতা নির্বাচনের পাশাপাশি নির্বাচিত করবেন নিজেদের ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।
মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, খেজুর গাছ প্রতিকে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ। এদিকে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকদ্দুছ আলী (প্রবাসী)।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান (প্রবাসী), উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন (প্রবাসী), নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্না (প্রবাসী), উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মতিউর রহমান সুমন, যুক্তরাজ্য প্রবাসী সফিক উদ্দিন, সংগঠক সমছু মিয়া।
বিএনপি সরাসরি নির্বাচনে অংশগ্রহন না করলেও মেয়র পদে বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিল করার নির্বাচনে উৎসব মুখর ও টান-টান উত্তেজনা থাকবে বলে ধারণা করছেন ভোটাররা। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ইতিমধ্যেই ভোটারদের ঘরে ঘরে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০১৯ইং সালের ২১শে অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভা হিসেবে অনুমোদন পাওয়া বিশ্বনাথ পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ই অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ই অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর। আর সর্বশেষ ২রা নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।