রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নে, ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সৌজন্যে হরিনারায়নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদ্য ঘোষিত যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিন্টু বিশ্বাসের বাড়ীর উপর ৪নং ওয়ার্ডের সকল মহিলা কর্মীদেরকে নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপস্থিত সকল মহিলা কর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা ও মহিলাদের নির্বাচনের রূপরেখা সম্পর্কে ধারনা দিতে এই কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় উপস্থিত ছিলেন, হরিনারায়ণপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি মহি উদ্দিন, হরিনারায়ণপুর ইউনিয়ন আ‘লীগের সাঃ সম্পাদক মোঃ ফারুক হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আক্তারুজামান টগর।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত হরিনারায়ণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম ওহিদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিন্টু বিশ্বাস, ও যুগ্ম আহ্বায়ক তানভীর সাকি।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউনিয়ন সভপতি দিলারা বেগম, সাঃ সম্পাদক রোকেয়া বেগম, ও সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ও সদর উপজেলার ভাইস্ চেয়ারম্যান শাহনাজ পারভীন রেখা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল নেতা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপির উন্নয়ন তুলে ধরে আগামী নির্বাচনে পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারের গুরুত্বারোপ তুলে ধরে, কর্মী সভা শেষ হয়।