সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই হাফিজিয়া মাদ্রাসা ময়দানে গত কাল (১৫ই আগস্ট-২৩ইয়) মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত সাঈদী ভক্ত অনুগতরা এ জানাযায় অংশগ্রহণ করেন।
গায়েবানা জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, সাবেক আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ঔ জেলা জামাতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।
গায়েবানা জানাজা পূর্বে লক্ষ্মীপুর ইউনিয়ন জামাতের আমির মাওলানা নকিবুল্লাহ পরিচালনায় আল্লামা সাঈদীর জীবন ও কর্মের উপরে আলোকপাত করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটঘরিয়া উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি সূরা ও কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব হযরত মাওলানা শাহাদৎ হোসেন, আটঘরিয়া উপজেলা বিএনপির সহঃ সভাপতি আবু মুসা, একদন্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, চাঁদপা ইউনিয়ন জামাতের আমির ও সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা অলিউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
জানাযা পূর্ব আল্লামা সাঈদী ভক্তরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। আল্লামা সাঈদী ভক্তদের উদ্দেশ্যে উপজেলা জামায়াতের আমির বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা।
তিনি সারাজীবন কুরআনের প্রচার ও প্রসারে কাজ করেছেন। কোরআনের তাফসীর কারক হিসেবে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তি।
তিনি বলেন মাওলানা সাঈদীর জীবনব্যাপী ইসলামী আন্দোলনের কাজ বর্তমানে আমাদের করতে হবে। তিনি আরো বলেন, তার মৃত্যুতে ইসলামী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত আর এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে।