সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে গাছে উঠতে গিয়ে নিচে পড়ে মোহাম্মদ ইব্রাহিম(১১) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২২শে আগস্ট-২৩ইং) দুপুর দেড়টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ইব্রাহিম ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে ও মস্তাননগর উসমানিয়া তানিমুল কুরআন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্বেচ্ছাসেবী মেহেদী হাসান ইমন জানান, মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির ছাদের ওপর থেকে নিচে পরে যায় ইব্রাহিম। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। বিকেলে ইব্রাহিমের বুকে ব্যথা অনুভব করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলা উদ্দিন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। ছাদ থেকে গাছে উঠতে গিয়ে পড়ে ইব্রাহিম নামের শিশুটি মারা গেছে। বুধরার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।