সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর রাস্তার কাজে নিয়োজিত টিএস গাড়ি উপর গতকাল কেএনএফ গুলিতে আহত ১ শ্রমিকসহ ৪জনকে ১৮ ঘন্টার পর বাকলাই ক্যাম্প এলাকায় পাওয়া গেছে।
রবিবার ১২ই মার্চ অনুমানিক সকাল ৯টায় থানচি লিক্রি বর্ডার সড়ক বাকলাই ক্যাম্প এলাকায় গুলিবিদ্ধ ১শ্রমিকসহ ৪জনকে রাস্তায় পাওয়া গেছে। পরবর্তীতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাথমিক চিকিৎসার দেয়া হয়। ফিরে আসা ৪জনের মধ্যে ৩জন অজ্ঞাত।
ফিরে আসা শ্রমিক বিজয়চন্দ্র বর্মন বলেন- গতকাল ২২ কিলো এলাকায় অনুমানিক বিকেল ৩টা সময় কেএনফ সন্ত্রাসিরা আমাদের কে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারপর মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশে হুমকি দিয়ে সেনাবাহিনী বিরুদ্ধে বিভিন্ন অসত্য কথা বলতে বাধ্য করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে সকাল অনুমানিক ৯টায় আমাদের বাকলাই ক্যাম্প এলাকায় ছেড়ে দেয়া হয়। তবে ৪ শ্রমিকের মধ্যে ৩জন অজ্ঞত থাকলেও ১জন গুলিবিদ্ধ হয়।
জানা যায়- আহত ব্যক্তির রংপুর, গংগাচড়া থানা, দক্ষিণ পানাপুকুর গ্রামের বাসিন্দা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মেহেনাজ ফাতেমা বলেন- দুপুরে গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুস(৩৮) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার পায়ে এবং কোমড়ে বুল্যাটের চিহ্ন পাওয়া গেছে। তবে এক্সরে রিপোর্ট ছাড়া কিছুই বলার নেই। তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ ইমদাদুল হক বলেন- গতকাল ২২ কিলো এলাকায় কেএনএফ হামলার গুলিতে আহত ১ শ্রমিকসহ ৪ জন শ্রমিক নিখোঁজ হয়েছিল। আজ তাদেরকে বাকলাই ক্যাম্প এলাকায় পাওয়া গেছে। এই নিয়ে এলাকার আতঙ্ক অবস্থা বিরাজ করছে।