বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে পথ শিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করছেন অন্তিম আলো ফাউন্ডেশন।
আজ শনিবার দুপুরে টঙ্গী মৈত্রী শিল্পের মাঠে পথশিশুদের সাথে ঈদ উৎযাপন করেন মানবিক সংগঠনটি।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও অন্তিম আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ বিল্লাহ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন- ৫৬নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আবুল হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সহঃ সভাপতি আলহাজ্ব মনির হোসেন, পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা গিয়াস সরকার, আব্দুর রশিদ ভূইয়া, বাবুল হোসেন।
এ সময় সকল শিশু ও তাদের অভিভাবকদের মাঝে সকালে সেমাই, লোডুস ও দুপুরের পোলাও মাংস খাওয়া হয়। এবং প্রায় ৫০০টি শিশুর মাঝে ঈদের নতুন জামা ও পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়।