শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে দুস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬শে আগস্ট-২৩ইং) সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা-৩ (চাটমোহর- ভাঙ্গুরা- ফরিদপুর) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম।
এসময় চাটমোহর উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস্ চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।