শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ার বেলপুকুরে বাবার উপর অভিমান করে বাপ্পি(২০)নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আতহত্যা করেছে। নিহত বাপ্পিউপজেলার বেলপুকুর থানার চকজামিরা গ্রামের বাবুলের ছেলে। গতকাল আনুমানিক গভীর রাতের যে কোন সময় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে, বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান- নিহত বাপ্পি বেলপুকুর বাজারে একটি গ্যারেজে কাজকরতাে। বুধবার ৩০শে মার্চ তার বাবা ঐ দোকানে কাজ না
করে জামিরা বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করা জন্যজানায়। এ বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটা কাটি হয়। পরে রাত্রি ১০টার দিকে বাড়ি থেকে বের হয় বাপ্পি।রাতে সে বাড়ি ফিরে না আসায়। সকালে পরিবারের
লােকজন খোঁজ খবর শুরু করে। এসময় এলাকাবাসী বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আমবাগানে বাপ্পির ঝুলন্ত লাশ দেখে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ বাপ্পি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়। এছাড়াও থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com