সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মোঃ সোহেল রানা(২১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০শে আগস্ট-২৩ইং) সকালে তাকে আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোহেল খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা এলাকায় মহাসড়কের ঢাকামুখী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।
এ সময় ওই বাসে যাত্রীবেশে বসে থাকা সোহেল দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে পাঁচ শ’ পিস ইয়াবা জব্দ করে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে।