মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
অপহৃত বোনের শোকে ভাইয়ের মৃত্যু, উদ্ধারে পুলিশি অবেহেলা নড়াইলে বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার পীরগঞ্জে কুঠারের কোপে শিশু নিহতের ঘটনায় গ্রেপ্তার ৬ ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার মিরসরাইয়ে সিডিএসপির বাঁধ ভাঙন রোধে জামায়াতের আল্টিমেটাম জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের মতবিনিময় নীলফামারীতে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে মেঘনা নদীতে জাটকা নিধন! ধুনট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প বিষয়ক সভা ফ্যাসিস্ট সরকার যা করেছে, আমরা তা করতে চাই না- তারেক রহমান পাবনায় খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রির অভিযোগে কৃষকদল নেতা বহিষ্কার পীরগঞ্জে ২ জন পকেটমার গ্রেফতার ফুলবাড়ীতে ইরি বোরো ধানের বাম্পার ফলন রংপুরে ইসলামী ছাত্র-শিবির মতবিনিময় পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু নিহত তারাগঞ্জে গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলা আহত ৫ নড়াইলে শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা পীরগঞ্জে রাষ্ট্র সংস্কারে তারেক জিয়ার ৩১ দফা’র লিফলেট বিতরণ মিরসরাইয়ে মারধরের অভিযোগে প্রতিবেশী শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আ’লীগ ফ্যাসিবাদ এখনও গণতন্ত্র নৎসাত করতে চায়

বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে সলক ষড়যন্ত্র মাড়িয়ে এগিয়ে যেতে হবে- আইজিপি

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র দুই পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। বাঙালি জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে, তখনই জয়ী হয়েছে। জাতি হিসেবে যখনই লক্ষ্য নির্ধারণ করেছি, তখনই বিজয়ী হয়েছি আমরা।

তিনি বলেন- রাষ্ট্রের ভেতর ও বাইরের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের গবেষণা ও বিস্ময়ে পরিণত হয়েছে। দেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিতে হবে।

গতকাল মঙ্গলবার ২২শে মার্চ সন্ধ্যায় যশোর পুলিশ লাইন মাঠে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি ডঃ বেনজীর আহমেদ আরও বলেন- অনেক কারণে পুলিশের সঙ্গে খেলাধুলার সম্পর্ক রয়েছে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ের খেলাধুলায় বাংলাদেশ পুলিশের অবস্থান রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা দেশের প্রতিনিধিত্ব করি। খেলাধুলায় বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার জন্য আমরা চেষ্টা করছি। প্রত্যেক ইউনিটেই খেলাধুলা চর্চা বাড়াতে হবে।’

ডঃ বেনজীর আহমেদ বলেন- গত ৫০ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে। আত্মমর্যাদা, আত্মবিশ্বাস নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। শিগগির আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে অবস্থান করতে পারবে। আমাদের অভ্যন্তরীণ কোন্দল কিংবা দুর্বলতার সুযোগ যেন ষড়যন্ত্রকারী প্রেতাত্মারা না পায়, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশ বাহিনীর সব ভালো কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ও আইজিপি সহধর্মিণী জীশান মির্জা এবং বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ডঃ খন্দকার মহিদ উদ্দীন। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টের মধ্যে প্রথম দিন (মঙ্গলবার) ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ এবং পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও আইজিপি সহধর্মিণী জীশান মির্জা।

এর আগে পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্যারেড, মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুলিশ মহাপরিদর্শক ডঃ বেনজীর আহমেদ মঙ্গলবার দুই দিনের সফরে যশোরে আসেন। দুই দিনে তিনি যশোর জেলা পুলিশ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন।

এসব অনুষ্ঠানে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ডঃ খন্দকার মহিদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ গ্রহণ করবেন। পুলিশ মহাপরিদর্শক তাঁদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

উল্লেখ্য, যশোর পুলিশ লাইন খেলার মাঠে গতকাল জেলার বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, আইজিপি ডঃ বেনজীর আহমেদ। পরে সন্ধ্যায় তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com