শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করার দায়ে মেসার্স কেএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ৯ই ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে- মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার মহিষেরচর এলাকায় মেসার্স কে এইচ বি ব্রিকস পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে ইট পোড়াচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় এবং আইন অমান্য করায় মেসার্স কে এইচ বি ব্রিকস এর মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন- পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন এর ১৪ ধারা মোতাবেক আইন অমান্য করে ইট পোড়ানোর অপরাধে কেএইচবি ব্রিকস এর মালিক কাজী হেমায়েত অনুপস্থিত থাকায় তার ম্যানেজার ইউসুফ হাওলাদার কে ৫ লাখ টাকা জরিমানা করি এবং ইটভাটা ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করি। তিনি আরও বলেন আজ থেকে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ইট ভাটা বন্ধ থাকবে। পরবর্তীতে পুনরায় আইন অমান্য করলে অত্র প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহিদ হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নূরে আলম সিদ্দিক, মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূর মোহাম্মদ, সদর থানার উপ পরিদর্শক মো: লিটন, বায়েজিদসহ অন্যরা।