রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে ২০২১-২০২২ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, গোপালগঞ্জ এর আওতায় সুফল ভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ৬ই জুলাই বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝাউদি, কালিকাপুর ও বাহাদুরপুর এই ৩টি ইউনিয়নের অসহায় ১৫ জন প্রকৃত জেলেদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল ২টি ছাগল, ১টি খোয়ার ঘর, খাদ্য ও ঔষধ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান।
মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল চন্দ্র ওঝা।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, ঝাউদি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল, ১৫জন উপকারভোগী সহ অনেকেই। সভায় সকল জেলেদের মৎস্য আইন মেনে চলার আহবান জানান এবং বিকল্প কর্মসংস্থান গড়ে তোলার পরামর্শ দেন।
ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল বলেন- সরকার অসহায় প্রকৃত জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে সদর উপজেলা ৩০টি ছাগল বিতরন করছে। এজন্য আমি জননেত্রী শেখ হাসিনা কে আমি ধন্যবাদ জানাচ্ছি।
চরব্রাহ্মন্দি গ্রামের উপকারভোগী ছোরাল কাজী বলেন- সরকার যখন ইলিশ ধরতে না বলে, তথন আমরা ইলিশ মাছ ধরি। আইজকে সরকার আমাগো ছাড়ল দিতেছে আমরা এইটা লালন পালন করে সংসার চালাইতে সুবিধা হইবো। ধন্যবাদ জানাই সরকারকে।
মিঠাপুর গ্রামের জেলে গোপাল বাড়ৈ বলেন- সরকার আমাদের সাহায্য দিয়েছে, এতে আমরা খুবই খুশি। ভবিষ্যতে আমরা এটা পালন করে আত্মকর্মসংস্থান করবো।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, বাস্তবায়ন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ছানিম এন্টারপ্রাইজ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com