বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে মাদারীপুর জেলার শিবচর হাজ্বী তাহের মল্লিক কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান- র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে রোববার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার হাজী তাহের মল্লিকের কান্দি এলাকার গিয়াস উদ্দিন মল্লিকের ছেলে মোঃ বাচ্চু মল্লিকের(৩২) বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে বাচ্চু মল্লিকের স্ত্রী ফাতেমা আক্তার(২৪) গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটক ফাতেমা আক্তারের নিকট হতে ১৯ (উনিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়- আটক আসামী ফাতেমা ও তার স্বামী মোঃ বাচ্চু মলিক(৩২) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটক আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।