মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের জালালাবাদ থানা এলাকার ১৭ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ১৩ দিন সুনামগঞ্জের দিরাইয়ে নিয়ে যান ওই উপজেলার ভাটিপাড়া গ্রামের আশুক আলীর ছেলে মনির হোসেন(২৯)।
১৩ দিন পর মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর সকাল ৭টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ মনিরের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও মনিরকে আটক করে। এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারের পর মনিরকে আদালতে এবং উদ্ধারকৃত কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।
জালালাবাদ থানার অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হুদা খানের বরাত দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার বিএম আশরাফ উল্যাহ তাহের।