মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আন্তঃক্লাস্টার প্রাইমারী লীগ ফুটবলের ফাইনাল খেলায় বালাগ্রাম ক্লাস্টারকে ৫-৪ গোলে পরাজিত করে টেংগনমারী ক্লাস্টার বিজয়ী হয়।
শনিবার ২রা এপ্রিল বিকেলে জলঢাকা ষ্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। খেলা শেষে বিজয়ী দলকে ক্রেষ্ট ও প্রাইজমানি তুলে দেন সভাপতি।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নীলফামারী লেডিস ক্লাবের সভাপতি ফারহানা বিনতে আজিজ, জলঢাকা লেডিস ক্লাবের সভাপতি ফারজানা সুলতানা পলি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান গোলাম আযম এলিচ,মনোয়ারা বেগম, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ই মার্চ টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার। জলঢাকা উপজেলার ৮টি ক্লাস্টারের শিক্ষক, ককর্মকর্তা-কর্মচারীরা এই টূর্নামেন্ট অংশগ্রহন করে।