মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত ২ রাণীশংকৈলে সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি রংপুরে সমবায় সমিতির অর্থ আত্মসাৎ নড়াইলে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার ছাত্রনেতা সুব্রত সাহার স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ নড়াইলে কুড়ানো শামুকে হাজারও নারী-পুরুষের কর্মসংস্থান ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ সংসদ ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই- জহিরুল ইসলাম কলিম দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের নতুন মোতাওয়াল্লী নির্বাচিত কিশোরগঞ্জে মধ্যরাতে ৬ দোকানে আগুন কোটি টাকা ক্ষয়ক্ষতি পালিমাটি’র উদ্যোগে তামদারি উৎসব পালিত জলঢাকায় জনগনের সেবায় প্যানেল চেয়ারম্যান সুবাস ঢাকার বিভিন্ন স্থানে “বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন” এর শীতবস্ত্র বিতরণ সরকারী নির্দেশনা অমান্য ও রাষ্ট্রীয় কাজে বাঁধা- মামলা দায়ের লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন পরিবেশ ও বনবিভাগ নির্বিকার! ইটভাটায় স মিল স্থাপন, পুড়ছে কাঠ নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার আজ ও আগামী কালের আবহাওয়া পূর্বাভাস কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা

কালকিনি মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
কালকিনি মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মে অভিযোগকালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণে অর্থিক সুবিধা নিয়ে তালিকা তৈরী ও ছাগল বিতরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ মাদারীপুরের কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের বিরুদ্ধে। এছাড়া নিয়ম নীতিকে তোয়াক্কা না করে প্রায় ৬ বছর ধরে একই উপজেলায় চাকরি সুবাদে তিনি বিভিন্ন অনিয়ম করার সুযোগ পাচ্ছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে।

মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার গত ২০১৭ইং সালের ৩রা ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। একইস্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার বিধান না থাকলেও তিনি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে ওপর মহলকে ম্যানেজ করে প্রায় ৬ বছর ধরে একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে ইলিশের উৎপাদন বাড়াতে নিষিদ্ধ সময় ইলিশ মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের মানবিক সহায়তায় আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত জেলেদের বাদ দিয়ে জেলে নয় এমন লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করেন এই কর্মকর্তা। এছাড়াও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরণের ঘটনায় ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ জানিয়েছে মৎস্যজিবীরা। এ ছাড়া ছাগলের ঘর তৈরিতে নিন্মমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।

রোগাক্রান্ত ছাগল হওয়ায় কারণে বিতরণের কয়েকদিন পরে চর দৌলতখান ইউনিয়নে ৫ জন উপকারভোগীর ১০টি সহ বেশ কয়েকটি ছাগল মারা যায়। রোগাক্রান্ত ছাগলের চিকিৎসা করাতে অর্থ ব্যয় হওয়ায় উপকার হওয়ার চেয়ে ক্ষতি হয়েছে বলে অভিযোগ জানিয়েছে উপকারভোগীরা। ছাগল মারা যাওয়ায় উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোন সহযোগীতা করেনি বলে জানিয়েছে ভুক্তভোগীরা। অথচ প্রত্যেক উপকারভোগীর অনুকুলে ২০ হাজার ২৫০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

মৎস্যজিবী আমির হোসেন মল্লিক জানান- সরকার আমাদের স্বাবলম্বী করার জন্য দু‘টি ছাগল ও একটি ঘর দিয়েছে। প্রতিটি ছাগল সাড়ে ৭কেজি হওয়ার কথা থাকলেও প্রতিটি ছাগল তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের দিয়েছে যা রোগাক্রান্ত। এটি চিকিৎসা করতে আমার সাড়ে তিন হাজার টাকা খরচ হয় এর পরেও ছাগল দুটি মারা গেছে। আমাদের জন্য বরাদ্দের অর্ধেকই মৎস্য অফিস খেয়ে ফেলেছে বলে অভিযোগ জানান তিনি।

জেলে মফিজুল ইসলাম জানান- জেলে তালিকা তৈরিতে মৎস্য কর্মকর্তারা আমার কাছে এক হাজার টাকা চেয়েছে। আমি টাকা না দিতে পারায় আমার কার্ড হয়নি। টাকা দিলে তালিকায় নাম উঠতো বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিযোগের বিষয় সন্দীপন মজুমদার “এইচআর নিউজ টোয়েন্টিফোর” কে বলেন- ‘আমার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই। আর ঊর্ধ্বতন অফিসাররা আমাকে এখানে রাখলে কি করার আছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা “এইচআর নিউজ টোয়েন্টিফোর” কে জানান- ‘উপজেলা মৎস্য কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ আগেও পেয়েছি। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com