শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোতোয়ালি থানা রোড সংলগ্ন চাঁন্দপুর দক্ষিণপাড়া তিন রাস্তা মোড়ে নেয়ামত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করেন কুমিল্লার স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা: নীলিমা নাজনীন। এসময় নেয়ামত কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডিপ্লোমা চিকিৎসক মুহাম্মদ নেয়ামত উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সৈয়দ মেরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ইব্রাহিম খলিল, ইসলামী ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান, সমাজ সেবক হাফিজুল ইসলাম খোকন, কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংকের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বাচ্চু, কুমিল্লা বুলেটিনের সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা জেলার সভাপতি এন.সি জুয়েল, স্বপ্নকথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি রোকসানা মজুমদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আর.জে রিমা প্রমুখ। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন উপলক্ষে দুই শতাধিক রোগীর মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।