সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে সুন্দর ও মনোরম পরিবেশে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৬ শত ৮০ জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করেন।
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহিনুর রহমান বলেন, ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রনি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় অংশ নেন ৬৮০ জন ছাত্র/ছাত্রী। এ সময় উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। অন্যদিকে কাঁঠালী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ শ্রেণি পর্যন্ত ৪ শত ৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।